কোভিড-১৯: লক্ষ্মীপুরে নতুন শনাক্ত ২৪, ছাড়াল ২০০

লক্ষ্মীপুরে নতুন ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 02:04 PM
Updated : 31 May 2020, 02:04 PM

রোববার নতুন শনাক্তদের খবর দেন লক্ষ্মীপুর জেলা সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার।

এ নিয়ে জেলায় এ রোগীর সংখ্যা দুইশ ছাড়িয়ে ২২০ জনে দাঁড়িয়েছে।

ডা. আবদুল গফফার জানান, গত ২৪ ঘণ্টায় ১০০ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ৭৬ জনের এবং পজেটিভ আসে ২৪ জনের। পজেটিভ ২৪ জনের মধ্যে সদর উপজেলার ২২ জন ও রামগতি উপজেলার দুইজন রয়েছেন।

নতুন আক্রান্ত ২২ জন সদর উপজেলার ও দুইজন রামগতি উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।

লক্ষ্মীপুরে ২২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ১০২ জন, রামগঞ্জে ৪১ জন, রায়পুরে ৩৭ জন, কমলনগরে ২১ জন ও রামগতিতে ১৯ জন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২২০ জনের মধ্যে ৭১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৪৬ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া রামগঞ্জ উপজেলায় দুইজন এবং সদর উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ আসে।

তবে শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগী লক্ষ্মীপুরে মারা যায়নি বলে জানান তিনি।