সাতক্ষীরায় ‘আম্পানে’ ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

সাতক্ষীরায় আম্পানের তাণ্ডবে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে এবং দুই শিশু আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 01:36 PM
Updated : 31 May 2020, 01:36 PM

রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার আম্পান উপদ্রুত পদ্মপুকুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩২) পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের মুজিবর সরদারের ছেলে।

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, সুপার সাইক্লোন আম্পানের ঝড়ে সমগ্র দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর বিপর্যস্ত হয়। তখন বিদ্যুতের খুঁটি পড়ে যায়, ছিঁড়ে যায় সব তার। সেই ছেঁড়া তারে বিদ্যুৎ থাকায় তাতে স্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন (৯) ও সাগর আহমেদের ছেলে ফয়সাল (১০) মারাত্মক আহত হয়।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশুদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আল আমিনের লাশ ময়না তদন্তের জন্য ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

গত ২০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় উপকূলীয় জেলা সাতক্ষীরায় আঘাত হানে।