নাটোরে ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ ভাইয়ের পা কেটে নেওয়ার অভিযোগ

নাটোরে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীর পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার ফুপাত ভাইয়ের বিরুদ্ধে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 01:10 PM
Updated : 31 May 2020, 01:10 PM

শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পা হারানো মামাত ভাই মো. মিঠু উপজেলার খুবজিপুর উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

আর অভিযুক্ত ফুপাত ভাই মো.বাবু উপজেলার খুবজিপুর গ্রামের বাসিন্দা।

গুরুদাসপুর থানার ওসি মজাহারুল ইসলাম জানান, আহত মো. মিঠু থানার তালিকাভুক্ত এক সন্ত্রাসী। তার বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা রয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহার উদ্ধৃত করে ওসি বলেন, ফুপাত ভাই মো.বাবু পারিবারিক বিরোধের জেরে শনিবার রাতে মিঠুকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। খুবজিপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে প্রথমে তাকে পেছন থেকে আঘাত করা হয়। পরে বাবুর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে।

“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় মিঠুকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।”

সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।