করোনাভাইরাস: চাঁদপুরে হাসপাতালে ভর্তির পর দুই জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 11:47 AM
Updated : 31 May 2020, 11:47 AM

রোববার সকালে একজন এবং বিকালে অপরজন মারা যান। তাদের দু’জনের বাড়ি হাজীগঞ্জে।

প্রয়াতদের একজনের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার সাতবাড়িয়া গ্রামে এবং অপর জনের বাড়ি একই উপজেলার মকিমাবাদ এলাকায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন সাতবাড়িয়া গ্রামের একজন। আইসোলেশনে ভর্তির পর সকাল ১০টা ৫০ মিনিটের সময় মারা যান তিনি।

“তার নমুনা সংগহ করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।”

অন্যদিকে বিকেল ৩টার সময় মকিমাবাদ থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ একই উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তাকে অক্সিজেন দেওয়ার পরপরই তিনি মারা যান বলে জানান তিনি।

“তিনি মাত্র ১০ মিনিট আইসোলেশনে ছিলেন।

“তারও নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।”