ফেইসবুক আইডি ‘হ্যাক করে চাঁদা আদায়’, নেত্রকোণায় একজন আটক

নেত্রকোণায় ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোণা প্রনিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2020, 08:14 AM
Updated : 31 May 2020, 08:14 AM

জেলার মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, শনিবার রাতে লুৎফর রহমান (২৫) নামে এই তরুণকে আটক করেন তারা।

লুৎফর জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর বরকাশিয়া ইউনিয়নের পানুর গ্রামের হাদিছ মিয়ার ছেলে।

ওসি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মানুষের ফেইসবুক আইডি হ্যাক করে চাঁদা আদায় করছে। তারা বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় করে। সর্বশেষ শনিবার সকালে এক ব্যক্তির আইডি হ্যাক করে তারা। ওই ব্যক্তি থানায় অভিযোগ দিলে তথ্যপ্রযুক্তির সহায়তায় লুৎফরকে চিহ্নিত করা হয়।

মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, এ সময় তার কাছ থেকে বিভিন্ন অপারেটরের কয়েকটি সিম জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপরে থানায় মামলা হবে বলে তিনি জানান।