গাইবান্ধায় দোকান ভাংচুর, ইউএনও অফিস ঘেরাও

গাইবান্ধায় মাৎসজীবীদের দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে সাঘাটার ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 12:10 PM
Updated : 30 May 2020, 12:10 PM

শনিবার দুপুরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও মানববন্ধন করে জেলে পরিবারের শতাধিক নারী-পুরুষ।

আগের রাতে উপজেলার ফরমালিনমুক্ত বোনারপাড়া মাছ বাজারের একটি সেডের ১৮টি দোকান ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

ঘোরাও কর্মসূচিকালে অনির্দিষ্টকালের জন্য মাছ বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন মৎসজীবী নেতারা।

সাঘাটা উপজেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক রামলাল চন্দ্র দাস বলেন, সম্প্রতি এ হাটের ইজারা পেয়েছেন ফয়জার রহমান। তিনি আমাদের কাছে প্রতিটি দোকানের পজেশনের জন্য নতুন করে ১০ থেকে ২০ হাজার করে টাকা চেয়েছিলেন কিন্তু আমরা টাকা দিতে অপারগতা প্রকাশ করি। এ কারণে পরিকল্পনা করে আমাদের দোকানগুলো তিনি ভেঙে দিয়েছেন।

এ সমিতির সভাপতি সুবাস চন্দ্র দাস বলেন, এ দোকান ভাংচুরের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বোনারপাড়া বাজারে মাছ বিক্রি বন্ধ থাকবে।

তবে অভিযোগ অস্বীকার করে হাট ইজারাদার ফয়জার রহমান বলেন, “মাছহাট ভাঙার বিষয়ে আমি কিছুই জানি না।”

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এনায়েত কবির জানান, ঘটনাস্থল থেকে ৩টি  হাতুড়ি ও ২টি শাবল উদ্ধার করা হয়েছে।  তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।