নেত্রকোণায় ব্যাংকারসহ আরও ছয়জনের কোভিড-১৯ শনাক্ত

নেত্রকোণায় একজন ব্যাংক কর্মকর্তাসহ আরও ছয়জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 10:09 AM
Updated : 30 May 2020, 10:09 AM

শনিবার এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে ৮৬ জনের পরীক্ষায় এই ছয়জনের পজিটিভ আসে। তাদের মধ্যে আটপাড়া উপজেলার একজন ব্যাংক কর্মকর্তা, সদর উপজেলায় তিন ব্যক্তি এবং কেন্দুয়া উপজেলা ও মদন উপজেলায় রয়েছেন একজন করে।

সিভিল সার্জন বলেন, নতুন ছয়জনের মধ্যে চারজন পুরুষ আর দুইজন নারী। এ নিয়ে জেলায় মোট ২২১ জনের কোভিড-১৯ শনাক্ত হল। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন আর মারা গেছেন দুইজন।

এ পর্যন্ত জেলায় ৩৫১২টি নমুনা সংগ্রহ করার পর ৩৪০১টির পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলে তিনি জানান।