যমুনায় পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে স্পার বাঁধে ধস

যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে স্পার বাঁধের প্রায় ২১ মিটার ধসে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 08:46 AM
Updated : 30 May 2020, 09:15 AM

শনিবার ভোরে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা স্পার বাঁধের গোড়ায় এ ধস দেখা দেয় বলে জেলা পানি উন্নয়ন  বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ২০০০-২০০১ অর্থবছরে ভাঙন এড়াতে যমুনার গতিপথ পরিবর্তনের লক্ষ্যে শিমলা এলাকায় এ স্পার বাঁধটি নির্মাণ করা হয়। এরপর বেশ কয়েকবার সংস্কারও করা হয়েছে। শনিবার ভোরে প্রচুর বৃষ্টি ও যমুনায় প্রবল গতিতে পানি বৃদ্ধির কারণে বাঁধের স্যাংক (স্পারের মাটির অংশ) প্রায় ২১ মিটার ধসে গেছে। ঘটনাস্থলে বালিভর্তি জিওব্যাগ ফেলার প্রস্তুতি চলছে।

এদিকে গত ৮ দিনে যমুনা নদীতে রেকর্ড পরিমাণে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পাউবো।

প্রকৌশলী রফিকুল বলেন, শনিবার সকালে শহর রক্ষা বাধের হার্ডপয়েন্ট এলাকায় ১২ দশমিক ২৫ মিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়, যা বিপৎসীমার ১ দশমিক ১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ থেকে পানি কমতে পারে বলে জানান তিনি।