কোভিড-১৯: রাজশাহীতে আরও ৩ জন শনাক্ত

রাজশাহীতে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 08:21 AM
Updated : 30 May 2020, 08:29 AM

শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ কথা জানান।

তিনি বলেন, হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে এ দিন ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৯২টির ফলাফল এসেছে। যার মধ্যে তিনজনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। আক্রান্তদের একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়; বাকিরা চারঘাট ও বাগমারার বাসিন্দা।

মোহনপুরে আক্রান্ত ব্যক্তির বাড়ি বেহুলা গ্রামে। তার বয়স ২৫। তিনিও ঢাকা থেকে এসেছেন। আর বাগমারায় আক্রান্ত ব্যক্তির বয়স ৩০। তিনিও ঈদের আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন।

ডা. সাইফুল বলেন, চারঘাট উপজেলা এতদিন করোনাভাইরামুক্ত ছিল; এক নারী প্রথম শনাক্ত হলেন। আক্রান্ত নারীর বয়স ৪০। তার বাড়ি চারঘাটের মিয়াপুর হিন্দুপাড়া গ্রামে।

নতুন তিনজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখা বেড়ে ৫২ জনে দাঁড়াল। এদের মধ্যে দুইজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

রাজশাহীতে দুইটি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে; এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। স্বাস্থ্যবিভাগের হিসাবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এখনও করোনাভাইরাসমুক্ত রয়েছে।