বিচারপতিকে নিয়ে ফেইসবুকে ‘অপপ্রচার’, নেত্রকোণায় একজন গ্রেপ্তার

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে নিয়ে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে নেত্রকোণায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 07:47 AM
Updated : 30 May 2020, 07:47 AM

জেলার মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, শুক্রবার রাতে ইলিয়াস আহমেদ (২৯) এই ব্যক্তিকে তারা তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

ইলিয়াসের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার নূরুল্লারচর গ্রামে।

ওসি আহাদ বলেন, “একটি হত্যা মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান শাহীনসহ বিশিষ্টজনের নামে ফেইসবুকে অপপ্রচার চালান ইলিয়াস আহমেদ। এ ঘটনায় শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তি আইনে শহরের খাইরুল ইসলাম মজুমদার নামে এক ব্যক্তি মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়।”

বাদী খাইরুল ইসলাম বলেন, “বিচারপতি ওবায়দুল হাসান শাহীন মোহনগঞ্জের কৃতী সন্তান। তাকে নিয়ে আমরা গর্ব করি। কেউ তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করবে এটা কোনোভাবেই কাম্য নয়। তাই সম্মানিত ব্যক্তির যেন সম্মানহানি না হয়, সেজন্যই মামলা করেছি।”

রাত ১১টার দিকে মোহনগঞ্জ থানায় মামলা করার পর রাতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি আহাদ।