করোনাভাইরাস: সাতক্ষীরায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 05:09 AM
Updated : 30 May 2020, 05:09 AM

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের এ কথা জানান।

মৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কাথণ্ডা গ্রামের এক কৃষক (৩৫) ও তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের এক হার্ডওয়ার ব্যবসায়ী (৬৫) রয়েছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে শুক্রবার রাতে তাদের মৃত্যু হয় বলে রফিকুল জানান।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার বলেন, বৃহস্পতিবার সকালে (২৮মে) ওই হার্ডওয়ার ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার তার মৃত্যু হয়।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার(২৭ মে) বেলা ১টার ওই কৃষককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জয়ন্ত বলেন, “ওই কৃষকের সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে; রিপোর্ট এখনও আসেনি। তার বাড়ি ও তার শশুরবাড়ি অবরুদ্ধ করা হয়েছে। মারা যাওয়া অপর একজনের নমুনা সংগ্রহ এবং তার বাড়িও অবরুদ্ধ করা হবে।”

সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হল বলে জানান তিনি।