১০ টাকার চাল: গাজীপুরে ডিলারকে জরিমানা

গাজীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 03:45 PM
Updated : 29 May 2020, 03:45 PM

শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলার স্থানীয় নলগাঁও বাজার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। 

দণ্ডিত খোকন (৩৫), কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ১০ টাকা কেজির চালের তালিকাভুক্ত ডিলার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসমত আরা জানান, যার কার্ড তার চাল কেনার নিয়ম থাকলেও ওই ডিলারের বিরুদ্ধে একজন উপকারভোগীর কাছে একাধিক কার্ডধারীর চাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে সরেজমিনে নলগাঁও বাজার এলাকায় গিয়ে চাল বিক্রির সময় এ ঘটনার প্রমাণ পেয়েছেন বলে জানান তিনি।

“তিনি একজনের মাধ্যমে একাধিক উপকারভোগীর স্বাক্ষর রেখে তার কাছে ওইসব কার্ডধারীদের চাল বিক্রি করেছেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ডিলারকে ২০হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।”