নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামীর বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে মেয়েসহ এক নারীকে হত্যার ঘটনায় তার স্বামীসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 03:08 PM
Updated : 29 May 2020, 03:08 PM

নিহত নারীর ভাই বাদী হয়ে শুক্রবার সুধারাম মডেল থানায় মামলাটি দায়ের করেন।

শুক্রবার শল্লা গ্রামের কাজিরটেক এলাকায় বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত মায়ের (২৬) লাশ এবং পাশের পুকুরে ভাসমান তার আড়াই মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করা হয়।

মামলার বরাত দিয়ে সুধারাম মডেল থানায় ওসি নবীর হোসেন জানান, মৃত গৃহবধূর স্বামীর সঙ্গে একই এলাকার এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এতে বাধা দেওয়ায় শুক্রবার ভোর রাতে তার স্বামী, তার পরিবার লোকজন এবং স্বামীর প্রেমিকা মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।

ওসি বলেন, ওই নারীর দুই ছেলে সুজন (৫) ও সোহাগ (৩)। সুজন পুলিশকে বলেছে তার বাবা তার মাকে মারধর করেছে।

ওসি আরও জানান, সকালে সদর উপজেলার শল্লা গ্রামের কাজিরটেক এলাকায় বাড়ির পাশে একটি বরই গাছে ঝুলন্ত অবস্থায় এই নারীর এবং পাশে পুকুরে ভাসমান অবস্থায় তার মেয়ের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

ওসি জানান, মৃত নারীর ভাইয়ের করা মামলায় ওই নারীর স্বামী, শাশুড়ি, দেবর ও স্বামীর কথিত প্রেমিকাকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।