নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 10:38 AM
Updated : 29 May 2020, 10:38 AM

এ রোগে আক্রান্ত হয়ে জেলায় মোট ৭৭ জনের মৃত্যু হল বলে শুক্রবার জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান।

এছাড়া নতুন করে আরও ৪২ জনের সংক্রমণের মধ্য দিয়ে জেলায় শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৪ জন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭৭ জনের মধ্যে এক নারী চিকিৎসক, জেলা প্রশাসনের এক কর্মচারী রয়েছেন বলে জানান ইমতিয়াজ। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ সিটি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের; আক্রান্ত হয়েছেন ১০৭৪ জন ও আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৪৩৬ জন।

সদর উপজেলা এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২৪ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের এবং সুস্থ হয়েছে ২৪৪ জন।

বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন; সুস্থ হয়েছে ১৩ জন; মৃত্যু হয়েছে দুজনের।

রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৪৪ জন এবং সুস্থ হয়েছে ৮ জন; মৃত্যু হয়েছে একজনের।

সোনারগাঁ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৯৭ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের; সুস্থ হয়েছে ২০ জন।
আড়াইহাজারে ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছে ৩০ জন। তবে এ উপজেলায় কারও মৃত্যু হয়নি।

গত ৭ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। পরদিন নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে সরকার।