ঢাকা থেকে রাজশাহীতে বদলি নারী পুলিশের কোভিড-১৯

ঢাকা থেকে রাজশাহীতে বদলি হয়ে আসা এক নারী পুলিশ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রাজশাহী অফিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 05:12 AM
Updated : 29 May 2020, 05:12 AM

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের করোনাভাইরাস ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়।

রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে মোট সাতজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে বৃহস্পতিবার মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

“তার মধ্যে ৮৪ জনের ফলাফল এসেছে; তিনজনের পজিটিভ। তাদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন এবং পাবনার একজন।”

আর রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৭১ জনের নমুনার ফলাফল এসেছে এবং তাতে চারজনের সংক্রমণ ধরা পড়েছে বলে ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার জানান।

তিনি বলেন, নতুন শনাক্ত চার রোগীর মধ্যে দুইজনের বাড়ি রাজশাহীতে। অপর দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।

এই চারজনের মধ্যে রাজশাহী শহরের পপুলার ডায়গনস্টিক সেন্টারের ম্যানেজার ফরিদ মো. শামিমও রয়েছেন বলে জানান ডা. গুলনাহার।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, আক্রান্ত নারী পুলিশ সদস্যের নাম রিমা খাতুন। তিনি রাজশাহী রিজার্ভ ফোর্সে (এসএএফ) কনস্টেবল পদে কর্মরত।

“গত ২২ মে তিনি ডিএমপি থেকে রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে যোগ দেন। এরপর থেকে তিনি কোয়ারেন্টিনে ছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়, বৃহস্পতিবার ফলাফল পজিটিভ এসেছে।”

রাজশাহী সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এপর্যন্ত ৪৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। এ পর্যন্ত ১১ জন সুস্থ্য হয়ে উঠেছেন।