কোভিড-১৯: নবাবগঞ্জের এক রোগীর মৃত্যু, নতুন শনাক্ত ৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জের একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 04:19 AM
Updated : 29 May 2020, 04:19 AM

এ উপজেলায় আরও আটজনের নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ায় নবাবগঞ্জে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ জন হল। 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল হাতে এলে নতুন আটজনের কোভিড-১৯ শনাক্তের বিষয়টি তারা জানতে পারেন।

তাদের মধ্যে তিনজন উপজেলার বান্দুরা, দুইজন যন্ত্রাইল, একজন জয়কৃষ্ণ, একজন বাহ্রা ও একজন চুড়াইন ইউনিনের বাসিন্দা।

ডা. অনুপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বান্দুরা ইউনিয়নের গৌরাঙ্গ বণিক নামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তির সংক্রমণ ধরা পড়লে গত ২১ মে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

এছাড়া গত সোমবার দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশন ইউনিটে মারা যাওয়া চুড়াইন ইউনিয়নের ভজন রাজবংশীর (৫০) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানান ডা. অনুপ।

তিনি বলেন, নবাবগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৬৩ জনের সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মৃত্যু হয়েছে দুইজনের।

দোহারে আরও ৭ রোগী শনাক্ত

ঢাকার দোহার উপজেলায় দুই স্বাস্থ্যকর্মী, এক মসজিদের মুয়াজ্জিনসহ আরও সাতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ওই সাতজনের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পান তারা। নতুন সাতজনকে নিয়ে এ উপজেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৪ জন হল।

তিনি জানান, নতুন আক্রান্ত সাতজনের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী এবং একজন মসজিদের মুয়াজ্জিন।

বাকিদের মধ্যে তিনজন উপজেলার মালিকান্দা, বিলাসপুরের রাধানগর এবং রাইপাড়ার বাসিন্দা। অন্যজন ঢাকা থেকে দোহারে আত্মীয়র বাড়িতে এসেছিলেন।

ডা. জসিম বলেন, এ উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত মোট ৫৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন, এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।