ফরিদপুরে আরেক করোনাভাইরাস রোগীর মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাস আক্রান্ত আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় কোভিট-১৯ সংক্রমণে চার জনের মৃত্যু হলো।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 05:52 PM
Updated : 28 May 2020, 05:52 PM

ফরিদপুরের সিভিল সার্জন ছীদ্দীকুর রহমার জানান, জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সুর্যোগ গ্রামে বৃহস্পতিবার ৫০ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয়।

“তিনি গত ২৪ মে ঢাকায় নমুনা পরীক্ষা করান। এরপরই বাড়ি চলে আসেন। বৃহস্পতিবার দুপুরের তার মৃত্যু হয়।”

সিভিল সার্জন আরও জানান, এর আগে এই উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের এক মুক্তিযোদ্ধা, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এক কমান্ডার এবং আলফাডাঙ্গা উপজেলার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

সব ক্ষেত্রেই করোনাভাইরাস রোগীর জন্য প্রযোজ্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দাফন ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার নয় ‍উপজেলায় এ পর্যন্ত ২১৯ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন; অন্যদিকে ৩৬ জন রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বাকি রোগীদের নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।