ঝালকাঠিতে আবার ঝড়, ৬ গ্রামে ব্যাপক ক্ষতি

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই ঝালকাঠিতে আবার এক ঘূর্ণিঝড় হানা দিয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 11:44 AM
Updated : 28 May 2020, 12:29 PM

বুধবার রাত ৯ টার দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নে দুই মিনিটের এই আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু বাড়িঘর।

কেওড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল খান বিডিনিউজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ডটকমকে বলেন, তার ইউনিয়নের ছয় গ্রামের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে।

“মাত্র দুই মিনিটের ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কষ্টে সময় কাটাচ্ছে।”

ঝড়টি কেওড়া ইউনিয়নের সারেঙ্গল, রনমতি, নৈকাঠি, আইহোর, বামনিকাঠি ও কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের উপর দিয়ে বয়ে গেছে বলে জানান প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল খান।

কেওড়া গ্রামেরর আব্দুল মজিদ বলেন, “রাতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল।  হঠাৎ করে মাত্র দুই মিনিটের ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে গেছে বহু বাড়িঘর, গাছপালাসহ অনেক স্থাপনা। বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অনেক গ্রামে।”

প্রশাসন ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে বলে জেলা প্রশাসক মো. জোহর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।