নেত্রকোণায় একই পরিবারের ৪ জনসহ শনাক্ত ৫

নেত্রকোণায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 10:42 AM
Updated : 28 May 2020, 10:42 AM

আক্রান্তরাদের মধ্যে দৈনিক সংবাদের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি (৭০) ও তার স্ত্রীসহ পরিবারের চারজন শনাক্ত হয়েছেন বলে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল জানান।   

সিভিল সার্জন তাজুল ইসলাম বলেন,  বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে নমুনার সর্বশেষ নতুন  ১৪১টি নমুনার রিপোর্টে ৫ জন করোনাভাইরাস শনাক্ত হন। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৫ জন হল।

আক্রান্তদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়েছেন আর মারা গেছেন ২ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত একজনের নতুন করে নমুনা পরীক্ষায় রিপোর্ট আবারও পজেটিভ এসেছে।

এছাড়া এ পর্যন্ত জেলায় সংগৃহীত ৩ হাজার ৩১৬ টি নমুনার মধ্যে ৩ হাজার ২৯০ টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে বলে জানান তাজুল।