করোনাভাইরাস: সাতক্ষীরায় আরও ৪ জন আক্রান্ত

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 09:35 AM
Updated : 28 May 2020, 09:35 AM

তাদের মধ্যে সদর উপজেলার ১ জন ও কলারোয়া উপজেলায় ২ জন ও দেবহাটা উপজেলায় ১ জন রয়েছেন।

এনিয়ে জেলায় এ পর্যন্ত ৪০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হল বলে 

বৃহস্পতিবার সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়েত জানান।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত ওই ৪ জনের বাড়ি অবরুদ্ধ করে লাল পতাকা টানানো হয়েছে বলে সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বরেণ জানান। 

বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার দেবহাটা উপজেলায় ২৫ জন, সদর উপজেলায় ৫ জন, আশাশুনি উপজেলায় ৩ জন, কলারোয়া উপজেলায় ৫ জন, তালা উপজেলায় ১ জন ও শ্যামনগরে ১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।