কোভিড-১৯: দোহারে আরও ৯ রোগী শনাক্ত

ঢাকার দোহার উপজেলায় এক স্বাস্থ্যকর্মীসহ একদিনে আরও নয়জনের করোনাভাইরাস সংক্রণ ধরা পড়েছে।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2020, 04:19 AM
Updated : 28 May 2020, 04:25 AM

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বুধবার সকালে পাওয়া ফলাফলে দুইজন ও রাতে পাওয়া ফলাফলে সাতজন আক্রান্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়াল। 

নতুন আক্রান্তদের মধ্যে দুইজন উপজেলার কাটাখালি এলাকায়, দুইজন উত্তর জয়পাড়া, একজন মালিকান্দা, একজন শিলাকোঠা, একজন সাইনপুকুর, একজন লটাখোলা এলাকার বাসিন্দা ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের অ্যাটেডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জসিম বলেন, গত বৃহস্পতিবার ও রোববার উপজেলা থেকে বেশ কয়েকজনের নমুনা সংক্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়; তাদের মধ্যে নয়জনের ফলাফলে করোনাভাইরাস পজিটিভ এসেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনজন এবং মৃত্যু হয়েছে দুইজনের। যার মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

নতুন করে আক্রান্তদের চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।