দিনাজপুরের একদিনে রেকর্ড ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত

দিনাজপুরে নতুন করে ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১৭৯ জন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 07:38 PM
Updated : 27 May 2020, 07:38 PM

জেলার সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ বলেন, বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে পাওয়া রিপোর্টে জেলায় ৩১ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩ জন নবাবগঞ্জ উপজেলায় এবং আট জন বিরামপুর উপজেলায়।

তিনি জানান, জেলার ১৩ উপজেলায় মোট করোনাভাইরাস সংক্রমিত ১৭৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সদরে ৪২ জন, ঘোড়াঘাটে ১৯ জন, কাহারোলে ৯ জন, বিরলে ২২ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১১ জন, ফুলবাড়ীতে ৪ জন, নবাবগঞ্জে ২০ জন, হাকিমপুরে ২ জন, খানসামায় ৬ জন, বিরামপুরে ১৮ জন, চিরিরবন্দরে ৬ জন এবং বীরগঞ্জ উপজেলায় ১১ জন।