জামালপুরে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব বন্ধ

জামালপুরের আরটি পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 04:23 PM
Updated : 27 May 2020, 04:23 PM

বুধবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের এ ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।

জেলার সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানিয়েছেন, জামালপুরে সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহের ল্যাবে পাঠানো হবে।

ত্রুটি সারানোর পর আগামী বৃহস্পতিবার ল্যাবটি ফের চালু বরে বলে প্রত্যাশা করছেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডা. মোশায়ের উল ইসলাম রতন।

গত ১২ মে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, মঙ্গলবার পর্যন্ত জামালপুর জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২০৩ জন। শনাক্তদের মধ্যে ২৪ জন চিকিৎসক ও ১৩ জন নার্সসহ মোট ৮১ জনই স্বাস্থ্যকর্মী।

এ জেলায় করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন ৯৫ জন এবং সংক্রমিত হয়ে মারা গেছেন দুই নারীসহ চার জন বলে জানান তিনি।