মাদারীপুরে ত্রাণ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

মাদারীপুরে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও আরো কয়েকজন আহত এবং দোকানপাট ভাংচুরের খবরও পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 01:17 PM
Updated : 27 May 2020, 01:17 PM

ঈদের পর দিন রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেন, বাবুল খন্দকার, মোকা তালুকদার, আলিউজ্জামান।

তিন জনের গুলিবিদ্ধ হওয়ার খবর জানিয়ে রাজৈর থানার ওসি শওকত জাহান বলেন, “দুই পক্ষের লোকজনই থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় দুপক্ষের মামলাই গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয়রা বলছেন বিবাদমান পক্ষরা ‘আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার সমর্থক।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান, ঈদের পরের দিন সন্ধ্যায় কবিরাজপুর বাজারে ত্রাণ বিতরণ দিচ্ছিলেন স্থানীয় লক্ষণ দাস নামের এক ব্যক্তি। তখন কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও তার ছোট ভাই জুয়েল মাতুব্বরের সমর্থকদের সাথে লক্ষণ দাসের সমর্থকদের হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় তিন জন গুলিবিদ্ধ হন।

এছাড়া অন্তত ১০টি দোকান ভাংচুর হয়েছে বলেও জানান এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের রাজের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনকে ঢাকার উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।