নেত্রকোণায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন শনাক্ত ৪

নেত্রকোণায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ নতুন করে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 10:20 AM
Updated : 27 May 2020, 10:20 AM

এ নিয়ে জেলায় মোট  আক্রান্তের সংখ্যা ২১০ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন আর ২ জন মারা গেছেন বলে সিভিল সার্জন তাজুল ইসলাম জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে নমুনার সর্বশেষ নতুন ১৮৪ টি রিপোর্টে চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে পূর্বধলা সোনালী ব্যাংক শাখার একজন কর্মকর্তা ও জেলা জজ আদালতের একজন কর্মচারি ও নেত্রকোণা শহরের বলাইনগুয়া ও কুড়পাড় এলাকার দুইজন বাসিন্দা রয়েছেন।

এ পর্যন্ত জেলায় সংগৃহীত ৩ হাজার ২৭২ টি নমুনার মধ্যে ৩ হাজার ১৪৯টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন।