পদ্মায় স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 09:02 AM
Updated : 27 May 2020, 09:02 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, বুধবার ভোর ৬টায় হঠাৎ ঝড়ে পদ্মা উত্তাল হয়ে উঠলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।পরে সকাল ৮টায় আবার ফেরি চলাচল সচল হয়।

তিনি বলেন, “এখন চারটি রোরো ফেরিসহ ১১টি ফেরি দিয়ে পারপার সচল রাখা হয়েছে। কিন্তু উত্তাল পদ্মায় বড় বড় ঢেউয়ের কারণে ফেরিগুলো ঠিকমত চলতে পারছে না।

“ফেরিগুলোর সাধারণত যাওয়া-আসায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় লাগে; এখন পদ্মা উত্তাল থাকায় সময় বেশি লাগছে। সাত কিলোমিটার এ পথ পারি দিতে এখন সময় লাগছে সাড়ে ৪ ঘণ্টারও বেশি। আবহাওয়া প্রতিকূলে থাকায় সর্তকতার সঙ্গে চলতে হচ্ছে।”

মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, “সকালের প্রচণ্ড ঝড় হয়েছে; এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বাতাস আছে। তাই ঘাটে গাড়ির চাপও কিছুটা কম।”

এছাড়া নৌপথে এমনিতেই স্পিড বোট ও লঞ্চ বন্ধ আছে। তারপরও যাতে ঝুঁকি নিয়ে কোন নৌযান ছাড়তে না পারে তা নজদরদারি করা হচ্ছে বলে জানান তিনি।