গাইবান্ধায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 08:37 AM
Updated : 27 May 2020, 10:30 AM

সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রাম থেকে তারা তার লাশ উদ্ধার করেন।

নিহত আবুল কালাম (৭০) উপজেলার হবিবুল্লাপুর গ্রামের চেংটু বেপারীর ছেলে।

কালামের স্বজনরা জানান, ১৫-১৬ বছর আগে কালাম দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের মো. খয়রাজ্জামানের মেয়ে শিউলি বেগমকে (৩৫) বিয়ে করেন। এটা কালামের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে কালাম শ্বশুরবাড়িতে থাকতেন। সেখানে কদিন আগে তাকে মারধর করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান।

নিহতের হাত-পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা কেন তাকে মারধর করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি মাসুদ বলেন, এ ঘটনায় রাতেই নিহত কালামের প্রথম পক্ষের ছেলে মমিনুল ইসলাম থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিউলিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাসুদ।