করোনাভাইরাস: ফরিদপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত একজন মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 06:56 AM
Updated : 27 May 2020, 06:56 AM

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মুস্তাফিজুর রহমান বুলু জানান, মঙ্গলবার রাত ১টার দিকে তাদের হাসপাতালে আমিনুল ইসলাম (৭০) নামে এই মুক্তিযোদ্ধা মারা যান।

আমিনুল ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। শনিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে তাকে ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া এলাকায় তার বাড়িতে রাখা হয়েছিল। পরে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক মুস্তাফিজুর বলেন, “অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল।”

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় ভাঙ্গা পৌরসভার মাদানিনগর কবরস্থানে দাফন করা হয়েছে বলে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাশার মাতুব্বর জানিয়েছেন।

তার মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন।