‘বিলম্বে’ নেয়া গেল না ঢাকা ফেরত মৃতের নমুনা

গাইবান্ধায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা ফেরত ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার নমুনা সংগ্রহের আগেই কবর দিয়েছে উপজেলা দাফন কমিটি।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 06:16 PM
Updated : 26 May 2020, 06:16 PM

মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব বাছহাটী গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, বিলম্বে খবর পাওয়ায় মৃত ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

“তবে পরিবারের দেওয়া তথ্য মোতাবেক করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে। ”

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত রোববার ওই নারী ঢাকা থেকে সুন্দরগঞ্জে তার বাড়ি আসেন। বিষয়টি পরিবারের লোকজন গোপন রাখে।

“ঈদের দিন সোমবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা প্রশাসনকে এ মৃত্যুর কথা অবহিত করে।”

খবর পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার ও ওসি ওই নারীর বাড়িতে উপস্থিত হয়ে তার দাফনের ব্যবস্থা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই গ্রামের ১৪টি পরিবারকে লকডাউন করা হয়েছে।  প্রয়াত নারী দীর্ঘদিন থেকে ঢাকায় ভিক্ষা করতেন।