ঈদের উৎসব: রংপুরে ৫ জনের মৃত্যু

রংপুরে ঈদের দিন উৎসবের আনন্দের মধ্যে পাঁচজনের মৃত্যু এবং আরও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা মদ পান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 05:54 PM
Updated : 26 May 2020, 05:54 PM

রংপুরের পীরগঞ্জের শানেরহাটের এ মৃত্যুর খবর জানান জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শরিফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার সকালে শানেরহাট খোলাহাটি গ্রামের জেল ফেরত আব্দুর রাজ্জাক (৪৫), বিকালে পাহাড়পুরের জাইদুল হক (৩৫) ও পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বাজিতপুর গ্রামের চন্দন কুমার (৩০) মারা যান।

এর আগে সোমবার রাতে রায়তি সাদুল্লাপুরের দুলা মিয়া (৫২) এবং হরিরাম সাহাপুরের লাল মিয়া (৩০) নামের আরও দুই জন মারা যান বলেও জানান তিনি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বলেন, “এছাড়াও পীরগঞ্জের ধল্লাকান্দির খালেক (৫০), আকবর (৪৫) ও মিলন মাস্টার (৫২), কাজীর পাড়ার খোড়া শাহিন (৪২) ও খোলাহাটির ডিস মতি (৩৬) সহ ১০ জন অসুস্থ অবস্থায় বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

মৃত্যুর কারণ সম্পর্কে বলতে গিয়ে চেয়ারম্যান মিজানুর বলেন, “সবার মুখে মুখে তো মদপানে ওই লোকদের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

“মৃত ব্যক্তিদের বেশির ভাগই নিয়মিত মাদক সেবন করত বলে অভিযোগ রয়েছে।”

তবে এ পাঁচ মৃতের বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, “ওই ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।”

তিনি আরো জানান, যে ব্যাক্তিরা মারা গেছেন তাদের পরিবার লোকজনদের কোনো অভিযোগ নেই।

তারা নিজেরাই লাশ দাফন করেন।