ক্রিকেট খেলতে গিয়ে শিশুদের ঝগড়া: বড়দের সংঘর্ষে প্রাণ গেল দু’জনের

ঈদের পরদিন সিরাজগঞ্জে ক্রিকেট খেলতে গিয়ে শিশুদের ঝগড়ার জেরে বড়দের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 04:34 PM
Updated : 26 May 2020, 04:34 PM

মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি ভাটপাড়ায় এ সংঘর্ষ হয় বলে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন, গুদিবাড়ি পাটপাড়ার আব্দুল মান্নানের ছেলে শ্যালো মেশিনের মিস্ত্রী রিপন (২৮) ও আনছার মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (১৬)।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল জানান, হাসপাতালে আনার পরই আহতদের মধ্যে দুইজন মারা যান।

“আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আহতদের মধ্যে বাহারাম আলী, গাজী, সাহেব আলী, আবু সামা, আক্তার হোসেন ও রাজু নামে ছয়জন এ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি আতাউর রহমান জানান, গুদিবাড়ি ভাটপাড়ার বাহারাম গ্রুপ এবং নাজিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরআগেও তাদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে।

“মঙ্গলবার বিকালে উভয়পক্ষের শিশুদের মধ্যে ক্রিকেট খেলার সময় ঝগড়া বাধে। এ কথা তারা তাদের অভিভাবকদের জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার দেখা দেয়। এরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর দুপক্ষের দুজন মারা গেছেন বলে জানান তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।