গাজীপুরে করোনাভাইরাস শনাক্ত ৮৫৩ জনের

গাজীপুরে আরও সাত জনসহ মোট ৮৫৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে চার জনের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 02:24 PM
Updated : 26 May 2020, 02:24 PM

মঙ্গলবার জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরও সাত জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত সবাই মহানগর এলাকার।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় আট হাজার ২৭৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৫৩ জনের।

“সর্বাধিক ৫১২ জন মহানগরে। এছাড়া কালীগঞ্জে ১২০ জন, কালিয়াকৈরে ৯৪ জন, কাপাসিয়ায় ৮৬ জন এবং শ্রীপুরে ৪১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।”

সিভিল সার্জন আরও জানান, গত শনিবার [২৩ মে] রাতে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। এছাড়া মৃত্যুর পর আরও তিন জনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।