ঢাকা থেকে নওগাঁ ফেরার পথে বগুড়ায় ‘জ্বর-শ্বাসকষ্টে’ যুবকের মৃত্যু

ঢাকা থেকে নওগাঁ ফেরার পথে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ৪৭ বয়সী যুবকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 01:00 PM
Updated : 26 May 2020, 01:00 PM

মঙ্গলবার দুপুরে মঙ্গলপুর গ্রাম থেকে স্বাস্থ্য বিভাগ মৃত রাশেদুলের নমুনা সংগ্রহ করেছে  বলে জানিয়েছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা:মুনজুর এ মোর্শেদ।

প্রয়াত যুবক নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর ডাঙাপাড়া গ্রামের বাসিন্দা।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ বলেন, ওই যুবক কয়েক দিন আগে তার গ্রামের বাড়িতে আসেন। তিনি ঢাকার টঙ্গিতে এক প্রতিষ্ঠানে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

“৫ দিন আগে তিনি বেতন-ভাতা নিতে টঙ্গিতে যান। ফেরার পথে করোনাভাইরাসের উপসর্গ  শ্বাসকষ্ট নিয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় মারা যান তিনি।”

প্রয়াত যুবক সোমবার রাতে ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে নওগাঁ আসার পথে দুপচাঁচিয়ায় জ্বর-শ্বাস কষ্ট নিয়ে মারা যান বলে জানান তিনি।

মঙ্গলবার কোয়ানটাম ফাউন্ডেশন তার গ্রামের বাড়িতে দাফন করে।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মঙ্গলবার দুপুরে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ বলে জানান তিনি।

মঙ্গলবার পর্যন্ত এ জেলায় ১০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় হোমকোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৩৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮০৯ জনের।