নওগাঁয় টর্নেডোতে ঘরবাড়ি, আমের ক্ষতি

ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কার পর এক সপ্তাহ না যেতেই এক টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নওগাঁর চার উপজেলায়।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 06:28 AM
Updated : 26 May 2020, 06:28 AM

সোমবার রাতে মাত্র ৪ মিনিটের ওই প্রবল ঝড়ে পোরশা, নিয়ামতপুর, মান্দা ও বদলগাছি উপজেলায় দেড় শতাধিক ঘরবাড়ি এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে, ৩০/৪০টি বৈদুতিক খুঁটি এবং অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। 

কৃষি বিভাগ জানিয়েছে, ঝড়ে নওগাঁ জেলায় আমেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

পোরশা উপজেলা সদরের মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ বলেন, ঝড়ে তার স্কুলের একটি অংশের টিনের চালা উড়ে গেছে, শিক্ষা উপকরণেরও ক্ষতি হয়েছে।

এ উপজেজলার প্রায় অর্শত ঘরবাড়ির টিনের চাল উড়ে গেছে, অনেক গাছের আম পড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

মান্দার উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল হালিম জানান, সেখানেও বেশ কিছু ঘরবাড়ির চাল ঝড়ে উড়ে গেছে।

“বেশ কিছু বৈদুতিক পিলার পড়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা করার চেষ্টা করছি।”

নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক যে তথ্য তারা পেয়েছেন, তাতে পোরশায় ১০ হাজার হেক্টর আম বাগানের ৩ থেকে ৫ শতাংশ আম ঝড়ে নষ্ট হয়েছে।

এ জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির গাছ থেকে এ বছর আম হওয়ার কথা প্রায় ৩ লাখ মেট্রিক টন। তবে বিরূপ আবহাওয়ার কারণে মুকুল কম আসায় এবং কয়েক দফা ঝড়ে আম পড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রার অর্ধেক আমও মিলবে কি না, তা নিয়ে সংশয়ে পড়েছেন আমচাষি ও বাগান মালিকরা।