জমিজমা লিখিয়ে মাকে ‘ফেলে গেলেন’ রাস্তায়, ৩ ছেলে গ্রেপ্তার

জয়পুরহাটে বৃদ্ধ এক নারীকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগে তার ৩ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 04:30 AM
Updated : 26 May 2020, 05:19 AM

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, সোমবার ঈদের দিন জয়পুরহাট-আক্কেলপুর সড়কে ছিরাতুন্নেছা (৮০) নামে ওই নারীকে আহাজারি করতে দেখে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জয়পুরহাট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

উদ্ধার ছিরাতুন্নেছা (৮০) জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী।

গ্রেপ্তাররা হলেন- তার তিন ছেলে একই এলাকার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজ্জামেল হক।

ওসি বলেন, “ছিরাতুন্নেছার তিন ছেলে কৗশলে তাদের মায়ের নামের সব জমিজমা নিজেদের নামে লিখিয়ে নেন। এরপর থেকে ছেলেরা মায়ের ভরণ-পোষণে অবহেলা, গালমন্দ ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সোমবার সকালে বৃদ্ধ মাকে ফেলে রেখে চলে যান তারা। “

এ ঘটনায় সোমবার রাতেই ছিরাতুন্নেছার পক্ষে তার নাত-বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।