ঢাকায় করোনাভাইরাসে মৃত ব্যক্তির শার্শায় দাফন

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজনকে ঈদের দিন যশোরের শার্শায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 06:46 PM
Updated : 25 May 2020, 06:46 PM

শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের হুমায়ুন কবির (৫৯) রোববার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল জানিয়েছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা তাকে দাফন করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃহত্তর যশোরের সংগঠক খান-এ আলম মানিক বলেন, হুমায়ুন কবির মারা যাওয়ার পর রাতেই স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সোমবার ভোরে মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

হুমায়ুনকে দাফনের সময় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল এবং শার্শা থানার ওসি বদরুল আলম উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি বদরুল আলম বলেন, হুমায়ুন কবির ঢাকায় থাকতেন। সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তার গ্রামের বাড়িটি ‘লকড-ডাউন’ করা হয়েছে।