নীলফামারীতে আরও ৪ কোভিড-১৯ রোগী শনাক্ত

নীলফামারীতে নতুন করে চারজনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 02:30 PM
Updated : 25 May 2020, 02:30 PM

তাদের নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

নতুন রোগীদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

সিভিল সার্জন রনজিৎ বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে তিনজনের এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনের নমুনা পরীক্ষার ফলাফল ‘করোনাভাইরাস পজিটিভ’ আসে।

কিশোরগঞ্জ উপজেলায় ১ নারীসহ ২ জন, ডিমলা উপজেলায় ৬৫ বছরের ১ বৃদ্ধা ও সৈয়দপুর উপজেলার এক পুরুষ রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় মোট শনাক্ত ৮৪ কোভিড-১৯ রোগীর মধ্যে এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৫৪ জন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।