কোভিড-১৯: শেরপুরে পুলিশসহ ৩ জন শনাক্ত, সুস্থ ৩

শেরপুরে নতুন করে জেলা পুলিশের দুই সদস্যসহ আরও তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একই দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই পুলিশসহ তিনজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 09:53 AM
Updated : 25 May 2020, 09:53 AM

সোমবার জেলা সিভিল সার্জন ডা. আনওয়ারুর রউফ এ কথা জানান।

আক্রান্তদের মধ্যে শেরপুর পুলিশ লাইন্সের একজনসহ দুই পুলিশ সদস্য ও শেরপুর পৌরসভার কসবা এলাকার একজন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে রোববার  রাতে ৭০টি নমুনা পরীক্ষা শেষে ওই ৩ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮০ জনে দাঁড়াল।

এদিকে ঈদের দিন সকালে জেলা পুলিশের দুই সদস্য ও নকলা উপজেলায় একজন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেছেন।

দুই পুলিশ সদস্যকে শেরপুর জেলা সদর হাসপাতালের আইসোলেশন থেকে এবং অপরজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে ঈদের দিন সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান আনওয়ারুল।    

এ নিয়ে জেলায় মোট ৩৮ জন করোনাভাইরাসের রোগী সুস্থ হলেন। আক্রান্ত ৪২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।  

সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত জেলায় ১ হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৮৫ জনের  নমুনা পরীক্ষা শেষে মোট ৮০ জনের করোনা রিপোর্ট পজেটিভ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন রয়েছে।