গোপালগঞ্জে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত

গোপালগঞ্জে আরও সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। জেলায় এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৩০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2020, 09:17 AM
Updated : 25 May 2020, 09:17 AM

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টুঙ্গিপাড়ায় চার জন এবং কোটালীপাড়া উপজেলায় তিন জন নতুন করে আক্রান্ত হয়েছে। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছে।

“আক্রান্তদের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ আরও জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় এক চিকিৎসকসহ ৩০ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৬ জন, সদরে দুই চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩০ জন ও টুঙ্গিপাড়ায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে যারা এসেছে তারাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে সিভিল সার্জন জানান।