গাজীপুরে ৫৪০টিতে বেতন ও ৭৬২টি কারখানায় বোনাস বকেয়া

ঈদের আগের দিন বিকাল পর্যন্ত গাজীপুরে ৭৬২টি কারখানায় ঈদ বোনাস এবং ৫৪০টি কারখানায় এপ্রিলের বেতন বকেয়া রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 07:16 PM
Updated : 24 May 2020, 07:16 PM

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, ২ হাজার ৭২টি কারখানার মধ্যে এক হাজার ৫৩২টি কারখানায় এপ্রিলের বেতন এবং এক হাজার ৩১০টি কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। বাকি ৫৪০টি কারখানায় এপ্রিলের বেতন এবং ৭৬২টি কারখানায় বোনাস বকেয়া রয়েছে।

বিজিএমইএ’র ৮৩০টির মধ্যে ৬৩৬টি, বিকেএমইএ’র ১৩৮টির মধ্যে ১০০টি, বিটিএমইএ’র ১২২টির মধ্যে ৮৩টি এবং অন্যান্য ৯৮২টি’র মধ্যে ৪৯১টি কারখানায় ঈদ বোনাস পরিশোধ করেছে।

এছাড়া বিজিএমইএ’র ৮৩০টির মধ্যে ৭০৯টি, বিকেএমইএ’র ১৩৮টির মধ্যে ১১১টি, বিটিএমইএ’র ১২২টির মধ্যে ৯৮টি এবং অন্যান্য ৯৮২টি’র মধ্যে ৬১৪টি কারখানায় এপ্রিলের বেতন পরিশোধ করেছে।

পুলিশ কর্মকর্তা সুশান্ত বলেন, “যে সব কারখানায় ঈদ বোনাস ও এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে সেগুলোর মধ্যে কিছু বন্ধ এবং কিছু কারখানা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ঈদের পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে।”