নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের আগুনে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে  জমে থাকা সেপটিক ট্যাঙ্কের গ্যাস ‘বিস্ফোরণে’ চারজন অগ্নিদগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 12:31 PM
Updated : 24 May 2020, 12:31 PM

রোববার বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলার আড়াইহাজার বাজারে শাহজালাল মার্কেটের নিচ তলায় এক চায়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন নোয়াপাড়া গ্রামের দোকানদার হরমুজ আলী (৫০), শিবপুর গ্রামের জনাব আলীর ছেলে  মুনছুর আলী (৫৫), দক্ষিণপাড়া গ্রামের রমুর হোসেনের ছেলে আলম হোসেন (৫০) ও কান্দাপাড়া গ্রামের রমজানের ছেলে রিকশা চালক ইব্রাহিম মিয়া (২৫)।

আড়াইহাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার শাহজাহান জানান, সেপটিক ট্যাঙ্কের গ্যাস চায়ের দোকানে চুলার আগুনের সংস্পর্শে এসে আগুন লেগে ‘বিস্ফোরণ ঘটে’ বলে তাদের ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী উদ্ধৃত করে  ঘটনার বিবরণ দিতে গিয়ে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে উপজেলার আড়াইহাজার বাজারে শাহজালাল মার্কেটের নিচ তলায় এক চায়ের দোকানের এক দিকে সেপটিক ট্যাঙ্কের ঢাকনা রয়েছে। দোকানদার সিলিন্ডার গ্যাসের চুলায় চা তৈরির সময় এর ঢাকনা খুলে ময়লা

ফেলতে গেলে সেপটিক ট্যাঙ্ক থেকে প্রচণ্ড গতিকে গ্যাস বের হয়ে দোকানে আগুন লেগে যায়।

ওই সময় নোয়াপাড়া  গ্রামের দোকানদার হরমুজ আলী (৫০), দোকানে চা পান করতে আসা শিবপুর গ্রামের মুনছুর আলী (৫৫), দক্ষিণপাড়া গ্রামের আলম হোসেন (৫০) ও  চা দোকানের সামনে থাকা রিকশার চালক কান্দাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার (২৫) শরীরে আগুন ধরে যায় বলে জানান তিনি।

“এ ঘটনা দেখে বাজারের লোকজন এসে তাদের শরীরের আগুন নেভায়। কিন্তু এ সময়ে তাদের শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়।”

লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে মুমূর্ষ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।  খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্র্ভসের দুটি ইউনিট এসে দোকানের আগুন নেভায়।

এর আগেও এ জেলায় সেপটিক ট্যাঙ্কে গ্যাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা ঘটে।