নেত্রকোণায় পুলিশসহ আরও চারজনের করোনাভাইরাস

নেত্রকোণায় আরও চারজনের  করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যাদের মধ্যে একজন পুলিশ সদস্য আর একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 10:13 AM
Updated : 24 May 2020, 10:49 AM

শনিবার  রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন তাজুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার  রাত  ১০টা  নাগাদ সর্বশেষ পাঠানো নমুনা থেকে ৭৩ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনের পজিটিভ এসেছে। চারজনের মধ্যে দুইজন পুরুষ আর দুইজন নারী। তাদের একজন মোহনগঞ্জ থানার পুলিশ কনস্টেবল আর একজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। অন্য দুইজন কেন্দুয়া পৌরসভার আরামবাগ এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, এই নিয়ে এ জেলায় মোট ২০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হল।  তাদের মধ্যে মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়েছেন ৫৫ জন। এ পর্যন্ত এ জেলায় দুই হাজার ৯৬২ নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৮৫৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে।