শ্রীবরদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ও ওয়ার্ড বয় আক্রান্ত

শেরপুরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও এক ওয়ার্ড বয়ের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 09:48 AM
Updated : 24 May 2020, 09:48 AM

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে ৭৭টি নমুনা পরীক্ষা শেষে ওই দুই জনের দেহে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৭৭।

সিভিল সার্জন আরও জানান, জেলা পুলিশের তিন সদস্য করোনাভাইরাস সংক্রমণ মুক্ত হয়ে শেরপুর সদর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৩৫ জন সুস্থ হলেন। আক্রান্ত অপর ৪২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।  

তিনি জানান, এ পর্যন্ত জেলায় এক হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৭৪৪ জনের  নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৫৮টি নমুনা পরীক্ষার প্রক্রিয়ায় আছে।