দিনাজপুরে আগাম ঈদ

সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে দিনাজপুরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 04:58 AM
Updated : 24 May 2020, 04:58 AM

রোববার সকাল ৯টায় জেলা শহরের বাসুনিয়াপট্টিতে ‘পার্টি সেন্টার’ নামে একটি কমিউনিটি সেন্টারে এই জামাতে শতাধিক লোক অংশ নেন।

এখানে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরেধে কোনো বিধি মানা হয়নি। জামাতে অংশ নেওয়া কেউ পরস্পর থেকে ন্যূনতম দূরত্ব বজায় রাখেননি।

এই জামাতে ঈমামতি করেন সাইদুর রহমান নামে এক ব্যক্তি।

সাইদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবাই ওজু করে নামাজে অংশ নিয়েছেন। ওজুর ওপরে আর কোনো স্বাস্থ্যবিধি নেই।”

আগাম ঈদ সম্পর্কে তিনি বলেন, “একটা সূর্য। সারাবিশ্বে এক দিনেই ঈদ হবে।”

জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে রোববার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।