পাবনায় ছিনতাই মামলার অভিযোগপত্রে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা

পাবনার আতাইকুল থানার একটি ছিনতাই মামলায় জেলা ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাসহ পাঁচজনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 01:08 PM
Updated : 23 May 2020, 01:08 PM

শনিবার আতাইকুলা থানার ওসি নাসিরুল আলম জানান, মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শরিফুল ইসলাম এই অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগপত্রের আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা, তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপন। অপর দুজনের নাম জানা যায়নি।

এরা তিনজনই গ্রেপ্তার আছেন বলে ওসি জানিয়েছেন। ছিনতাই ঘটনায় গ্রেপ্তারের পর রুহুল আমিন মৃধাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

ওসি নাসিরুল আলম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূসি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে সঙ্গে নিয়ে গত ১০ মে দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন।

“পথে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন সেতুর উপর ব্যবসায়ী মুসাকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মুসার চিৎকারে লোকজন ধাওয়া করলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়।”

ওসি বলেন, এরপর মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে রুহুল আমিন মৃধা, তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপনকে আটক করে।

পরে আহত মুসাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে ওসি জানান।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলেও ওসি জানান।

ছাত্রলীগ নেতা রুহুল আমিনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।