চাঁদপুরে নকল জীবাণুনাশকসহ একজন আটক

চাঁদপুর শহরে অভিযান চালিয়ে নকল জীবাণানাশক জব্দ করার পাশাপাশি একজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 01:01 PM
Updated : 23 May 2020, 01:01 PM

শনিবার দুপুরে শহরের চিত্রলেখা মোড় এলাকায় নিলুফা ভবনে এই অভিযান চালানো হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রণজিৎ কুমার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর সময় অধিক মুনাফার আশায় শোয়েব মো. কালিম নামে এক ব্যক্তি নকল পণ্য বিক্রি করে আসছিলেন।

“খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়েছে। তার ঘরে তল্লাশি চালিয়ে সার্বনেক্স, স্যাবলক্স, হ্যান্ড হাইজিন, সেভসহ বিভিন্ন নামের নকল জীবানুণাশক ও হ্যান্ড স্যানেটাইজারসহ তাকে আটক করা হয়।”

এসব পণ্য বিক্রির জন্য শোয়েবের কোনো লাইসেন্স নেই বলে তিনি জানান।

আটক শোয়েব বলেন, কিছুদিন আগে ঢাকার এক ব্যক্তির মাধ্যমে তিনি এই জীবাণুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার আনেন। এজন্য তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

শোয়েব বলেন, “এসব পণ্য আসল কিনা তা আমি জানি না। এ ধরনের কাজের জন্য আমি অনুতপ্ত।”