গাইবান্ধায় ১৪৩ বস্তা চালসহ ডিলার আটক

গাইবান্ধায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে বিক্রির ১৪৩ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 11:52 AM
Updated : 23 May 2020, 11:52 AM

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে এই চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে পাচারের সময় একটি ভটভটিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ডিলার জিল্লুর রহমান (৫৫) ও ভটভটি চালক শিপন মিয়া (৩৫)। জিল্লুর রহমান জেলার গোবিন্দগঞ্জে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আজহার আলীর ছেলে। ভটভটি চালক শিপন মিয়া বগুড়ার সোনাতলা উপজেলার চমরগাছা গ্রামের আবু বক্করের ছেলে।

পরিদর্শক আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে ডিলার জিল্লুর রহমানের মিরাপাড়া এলাকার গুদাম থেকে ১৪৩ বস্তা চাল নিয়ে এই ভটভটি কালোবাজারে বিক্রির উদ্দেশে বগুড়ার সোনাতলা যাচ্ছিল। পথে রাত সাড়ে ১০টার দিকে শাখাহাতী বলুয়া মোড়ে এলাকাবাসী চালবোঝাই ভটভটি আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মণের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরিদর্শক আফজাল বলেন, উপস্থিত জনতার সামনে ভটভটি চালক শিপনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চাল পাচারের কথা স্বীকার করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। 

এর আগেও ওই ডিলারের বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ উঠেছিল বলে জানান ইউএনও রামকৃষ্ণ।