সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।   

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 10:11 AM
Updated : 23 May 2020, 10:11 AM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে তিনি নিহত হন বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা বদু মিয়ার ছেলে।

বিজিবি অধিনায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সীমানা অতিক্রম করেন কালা মিয়াসহ তার কয়েকজন সঙ্গী। এ সময় বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। অন্যরা নৌকায় করে ফিরে আসতে পারলেও কালা মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কালা মিয়া সাধারণত পাথরশ্রমিকের কাজ করতেন বলে বিজিবি জানিয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, মরদেহ সীমান্তের ওপার থেকে উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।