ঝালকাঠিতে আম্পানে ‘১৭ কোটি’ টাকার ক্ষতি

ঝালকাঠিতে অতি প্রবল ঘুর্ণিঝড় আম্পানের তাণ্ডবে অন্তত ১৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 09:10 AM
Updated : 23 May 2020, 09:10 AM

বাড়িঘর ও বেড়িবাঁধ ভেঙে এবং জলোচ্ছ্বাসে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশরাফুল হক বলেন, জেলা প্রশাসনের প্রাথমিক পরিসংখ্যানে চার হাজার ৪০০ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে বীজতলায়। পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। বঙ্গোপসাগরের কাছে কাঁঠালিয়া উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

“জেলায় ১৭ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তার মধ্যে এক-তৃতীয়াংশের বেশি ক্ষতি হয়েছে এ উপজেলায়। জলোচ্ছ্বাসে এখনও অনেক গ্রামের মাঠঘাট থেকে পানি সরেনি। এ উপজেলায় সব ধরনের কৃষি ও বেড়িবাঁধের ক্ষতি হয়েছে।”

কৃষক যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে বলে জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব করা হয়েছে। কৃষককে সহযোগিতা করা হবে। বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করা হবে।