নেত্রকোণায় জেলা জজসহ ২২ জন শনাক্ত

নেত্রকোণায় জেলা জজ, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার, ও মৎস্য কর্মকর্তাসহ নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 07:09 AM
Updated : 23 May 2020, 07:18 AM

শুক্রবার রাতে পিসিআর ল্যাবে পাঠানো নমুনার সর্বশেষ নতুন ১৫৭টি রিপোর্টে এই ২২ জনের কোভি-১৯ শনাক্ত হয় বলে সিভিল সার্জন তাজুল ইসলাম জানান।  

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে ১৯৯ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন ২ জন আর সুস্থ হয়েছেন ৪৮ জন ।
নতুন আক্রান্তদের মধ্যে একজন জেলা ও দায়রা জজ, একজন নির্বাহী হাকিম, জেলা কারাগারের একজন গাড়ি চালক, সদর হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মীসহ, কেন্দুয়ায় সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তা ও রুপালী ব্যাংকের একজন কর্মকর্তা, একজন স্বাস্থ্য, মদনে সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তা , একজন স্বাস্থ্যকর্মী নিয়ে চারজন, মোহনগঞ্জে একজন স্বাস্থ্য কর্মীসহ মোট দুজন ও পূর্বধলায় এক মৎস্য কর্মকর্তা রয়েছেন।
এ পর্যন্ত জেলায় সংগৃহীত ২ হাজার ৮৫৪ টি নমুনার মধ্যে ২ হাজার ৭৮৪টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন।